মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেট অধিবেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ১১ জুন শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এই সংসদ কত দিন চলবে, প্রশ্নোত্তর ইত্যাদি বিষয় নির্ধারণ করা হবে। এই অধিবেশনেই আগামী ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জীবনের প্রথমবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। তিনি ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন বলে জানা গেছে। 

এদিকে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে বাজেট সম্পর্কে আলোচনায় এমপিদের সহযোগিতার জন্য আজ ১১ জুন থেকেই চালু হচ্ছে বাজেট ইনফরমেশন  হেল্প ডেস্ক। এমপিরা এই হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্যউপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় প্রতি বছরের মতো এ বছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে  নোটিস অফিসের সামনে এই ডেস্ক স্থাপন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর