শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

৩ কোটির নিচে সম্পদে সারচার্জ নেই

নিজস্ব প্রতিবেদক

সারচার্জ আরোপযোগ্য নিট সম্পদের সীমা ৭৫ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী এর সীমা ২ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ২ কোটি ২৫ লাখ টাকার ওপরে নিট সম্পদ থাকলে সারচার্জ প্রদান করতে হয়। সারচার্জ আরোপের এ নিয়ে সীমা বৃদ্ধি করে ৩ কোটিতে নির্ধারণের প্রস্তাব করছি।

মুস্তফা কামাল বলেন, অনেক বিস্তশালী করদাতার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু তারা তেমন কোনো আয় প্রদর্শন করেন না। ফলে প্রদেয় আয়কর কম হওয়ায় তাদের তেমন কোনো সারচার্জও প্রদান করতে হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে ৫০ কোটি বা তার অধিক নিট সম্পদ রয়েছে এমন করদাতাদের নিট সম্পদের ওপর ০.১% হারে অথবা প্রদেয় করের ৩০%-এর মধ্যে যেটি বেশি সে পরিমাণ সারচার্জ আরোপের প্রস্তাব করছি।

এ ছাড়া নিট পরিসম্পদের প্রদর্শিত মূল্যের ভিত্তিতে আরোপিত সারচার্জের বিদ্যমান হার বহাল রাখার প্রস্তাব করেন মন্ত্রী।

সর্বশেষ খবর