মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

বিরোধীদের মতামত গুরুত্বপূর্ণ : মোদি

প্রতিদিন ডেস্ক

বিরোধীদের মতামত গুরুত্বপূর্ণ : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীপক্ষকে বার্তা দিয়ে বলেছেন, সংখ্যায় নগণ্য হলেও সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের সক্রিয় ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থেই তার প্রয়োজনীয়তা রয়েছে। বিরোধীদের মতামতের মূল্য রয়েছে। বিরোধী সংসদ সদস্যদের প্রতিটি কথারই মূল্য রয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা। সপ্তদশ লোকসভা অধিবেশন শুরুর আগে গতকাল সাংবাদিকদের সামনে এভাবেই সদর্থক বার্তা দেন নরেন্দ্র  মোদি। সংখ্যায় কম হলেও বিরোধীরা যাতে সক্রিয়ভাবে সংসদে তাদের মতামত দেন- সে আশাই প্রকাশ করেন তিনি।  মোদি বলেন, সংসদে এসে পক্ষ ও বিপক্ষ এগুলো ভুলে যাওয়া উচিত। বরং নিরপেক্ষভাবে দেশের স্বার্থে কাজ করার কথাটাই আমাদের মনে রাখা উচিত। আমার অভিজ্ঞতায় বলে, নির্বিঘ্নভাবে সংসদের কাজ চললে, আমরা দেশের জনতার অসংখ্য আশা-আকাক্সক্ষা পূরণে সমর্থ হব। খবরে বলা হয়, ৫৪৫ আসনবিশিষ্ট সংসদের এনডি  জোটের দখলে এসেছে ৩৫৩টি আসন। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি একাই জিতেছে ৩০৩টিতে। বিজেপির পরে কংগ্রেসের স্থান। কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

সর্বশেষ খবর