মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

টাঙ্গাইলে ধর্ষণের এক বছর পর মারা গেল শিশু আছিয়া

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের এক বছর পর চিকিৎসাধীন অবস্থাায় মারা গেছে আছিয়া নামের আট বছরের এক শিশু। গতকাল ভোররাতে শিশুটি ঢাকায় আত্মীয়ের বাসায় মৃত্যুবরণ করে। এর আগে গত বছর ৯ জুন শিশুটিকে ধর্ষণ করে উপজেলার মালতী গ্রামের তায়েজ আলীর বখাটে ছেলে মাহবুব (১৮)। পুলিশ ধর্ষক মাহবুবকে আটক করে জেল হাজতে প্রেরণ করলেও জামিনে বের হয়ে বর্তমানে সে পলাতক। জানা গেছে, ঘটনার দিন মাহবুব বিভিন্ন প্রলোভন দেখিয়ে আছিয়াকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এতে সে গুরুতর অসুস্থা হয়ে পড়লে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আছিয়া ধর্ষণের শিকার হয়েছে বলে চিকিৎসক তার পরিবারকে জানান। এরপর আছিয়ার বাবা আশরাফ আলী বাদী হয়ে একই গ্রামের তায়েজ আলীর ছেলে মাহবুবকে আসামি করে ধষর্ণের মামলা করেন। এর আগে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থাানীয় প্রভাবশালীরা চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেছে ধর্ষিতার পরিবার। পরে পুলিশ ধর্ষক মাহবুবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এর কিছুদিন পর আসামি মাহবুব জামিনে বের হয়ে আসে। শিশু আছিয়ার নানা হযরত আলী খান বলেন, ঢাকায় আত্মীয়ের একটি বাসায় গতকাল ভোররাতে আছিয়া ব্যথা অনুভব করে ছটফট করতে থাকে। পরে হাসপাতালে নেওয়ার সুযোগ আগেই সে মারা যায়। দুপুরের দিকে তাকে গ্রামের বাড়ি উপজেলার মালতী গ্রামে আনা হয়। এরপর স্থাানীয় চেয়ারম্যান শুকুর মাহমুদ বাড়িতে এসে তার দাফনের ব্যবস্থাা গ্রহণ করতে বলেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার (পিও) মো. বাইজিদ জানান, সে সময় ধর্ষণের ফলে তার ব্যাপক রক্তরণ হয়। এতে মলদার ও যৌনাঙ্গ ছিঁড়ে গিয়ে এক হয়ে যায়। আটটি সেলাই করার পরও তার শারীরিক অবস্থাার অবনতি হওয়ায় ওই সময় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অবস্থাার অবনতি হওয়ায় এক বছর ঢাকায় অবস্থাান করে চিকিৎসা নিচ্ছিল শিশুটি। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় সেই সময় ধর্ষক মাহবুবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিীট দেওয়া হয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর