বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

মোবাইল ফোন গ্রাহকদের খরচের বোঝা বাড়ল

সংবাদ সম্মেলনে অ্যামটব

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটের শুল্ক নীতিমালা বর্তমান ও নতুন মুঠোফোনের গ্রাহকদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপাবে। এতে ‘রাজহাঁসের’ মরণ দশা হওয়ার কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। সংগঠনটি ডিজিটাল বাংলাদেশ প্রয়াসের প্রতিবন্ধকতার বিবেচনায় সরকারকে টেলিযোগাযোগ খাতে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার দাবি করেছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন এসব কথা বলেন অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়াার্স অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স সাদাত হোসেন, টেলিটকের উপমহাব্যবস্থাক সাইফুল আলম প্রমুখ।

অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সিমের ওপর কর দ্বিগুণ বাড়িয়ে ২০০ টাকা এবং মোবাইল কোম্পানির আয়ের ওপর সর্বনিম্ন শুল্ক ০.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। এ ছাড়া স্মার্টফোনের আমদানি শুল্কও বাড়ানো হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মোট আয়ের ওপর ন্যূনতম কর ২ শতাংশ করা হয়েছে। কর হার বৃদ্ধি ও নতুন করে সম্পূরক শুল্ক আরোপ ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনের পুরো প্রক্রিয়াটিকেই হুমকির মুখে ফেলবে। আয়ের সঞ্চিতির ওপর আরোপিত ১৫ শতাংশ হারে কর আরোপ করায় তা পুঁজিবাজারে নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠান ও স্থানীয় করপোরেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অ্যামটব মহাসচিব।

সর্বশেষ খবর