বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

রাউজানে সন্ত্রাসী তাণ্ডব বন্ধের দাবি মুনিরীয়া যুব তবলীগের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানের কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও চলমান সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে তরিকতপন্থি ইসলামী সংগঠন মুনিরীয়া যুব তবলীগ। এ জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর এই দাবি জানান। তিনি বলেন, রাউজানে ব্যক্তিগত বিরোধের জেরে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মুনিরীয়া যুব তবলীগ কমিটিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। কিন্তু মুনিরীয়া যুব তবলীগের  বেশির ভাগ কর্মীই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কিছু দুষ্কৃতকারী ভোল পাল্টিয়ে স্বার্থসিদ্ধির জন্য আওয়ামী লীগের ছত্রছায়ায় রাউজানে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। তিনি বলেন, সন্ত্রাসীরা মুনিরীয়া যুব তবলীগের ২৬টি খানকাহ (এবাদতখানা), ৪৬টি বাড়িঘর ও ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ৬ কোটি ৩ লাখ টাকা ক্ষতি করেছে। তাদের নির্যাতনের ভয়ে ঈদের দিনও সংগঠনের হাজার হাজার অনুসারী রাউজানে থাকতে পারেননি।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম মহাসচিব সিবগাতুল্লাহ আরিফ, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর