বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রতিদিন ডেস্ক

উপজেলা নির্বাচনের শেষ ধাপে গতকাল ২০টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- বরগুনা : বরগুনার তালতলীতে আওয়ামী লীগ প্রার্থী রেজবি-উল কবির বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৫১৪, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৬৯৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া : জেলার বিজয়নগর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী ৩৩ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট তানভীর ভূইয়া পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট।

গাজীপুর : জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রীনা পারভীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট। মাদারীপুর : সদর উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোটভাই ওবায়দুর রহমান কালু খান আনারস প্রতীকে ৬১ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 অপরদিকে জেলা   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে নৌকা প্রতীকে ৪৮ হাজার ১৫২ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ : জেলার কামারখন্দ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম শহিদুল্লাহ সবুজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল মতিন চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৭৮৯ ভোট।

সর্বশেষ খবর