বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ভুয়া ম্যাজিস্ট্রেটের জেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে গুলশান এভিনিউর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়। সূত্র জানান, মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয়ে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। রেস্টুরেন্ট ম্যানেজারের সন্দেহ হলে তিনি কৌশলে সুমন ভূঁইয়াকে আটকে রাখেন এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে বিষয়টি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পায়। এ সময় অভিযুক্ত সুমন ভূঁইয়া স্বীকার করেন, তিনি প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন ও একটি মানিব্যাগে ১১ হাজার টাকা জব্দ করা হয়। ভুয়া পরিচয় ও প্রতারণার অভিযোগে তাকে ছয় মাসের জেল দেওয়া হয়।

সর্বশেষ খবর