বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রদল সাবেক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

বয়সের সীমা না রেখে ধারাবাহিক কমিটির দাবিতে গতকালও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন ক্ষুব্ধ নেতারা। এর অংশ হিসেবে আজও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, ‘প্রথমে সার্চ কমিটি ও পরে সিনিয়র নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং তাদের সম্মানার্থে আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আমাদের দাবি পূরণে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের।’

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন বলেন, ‘নিজেদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়নের জন্য আমরা আন্দোলন করছি। এটা দল কিংবা নেতৃত্বের বিরুদ্ধে নয়। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’

৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। এর প্রতিবাদে ১১ জুন থেকে বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন ছাত্রদলের সাবেক কমিটির বিক্ষুব্ধ নেতারা। তবে বিভিন্ন সময় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নতুন কমিটি গঠনে সার্চ কমিটির  নেতাদের আশ্বাসে এ আন্দোলনে বিরতি দিয়ে আসছেন বিক্ষুব্ধরা। কিন্তু দাবির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় গতকাল থেকে আবারও আন্দোলনে নামেন সাবেক ছাত্রনেতারা। তারা জানান, দলের একটি চিহ্নিত সিন্ডিকেটের পছন্দের নেতাকে নেতৃত্বে নিয়ে আসার জন্য কমিটি গঠনে নানা শর্ত দেওয়া হয়েছে। এসব সিন্ডিকেট ভাঙতে হবে। তাদের ন্যায্য দাবি মানতে হবে।

সর্বশেষ খবর