বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

টিকায় আস্থায় বিশ্বের শীর্ষস্থানে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে জনসাধারণের দৃষ্টিভঙ্গি জানতে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রতি আস্থা রাখে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ ও রুয়ান্ডা। আর টিকায় সবচেয়ে কম আস্থা রাখেন ফ্রান্সের মানুষ। সূত্র : এএফপি। বাংলাদেশ ও রুয়ান্ডার মানুষ মনে করেন, টিকা নিরাপদ, কার্যকর এবং শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। তবে টিকা সম্পর্কিত সর্বনিম্ন আস্থামাত্রা পশ্চিম ইউরোপে। যেখানে এক পঞ্চমাংশ (২২ শতাংশ) মানুষ মনে করেন ভ্যাকসিনগুলো নিরাপদ নয়। পূর্ব ইউরোপে এ হার ১৭ শতাংশ।

গবেষণায় নেতৃত্ব দেওয়া সংস্থা ওয়েলকামের জনসংযোগের প্রধান ইমরান খান বলেন, ‘আমি অনুমান করছি এ ফলাফল সন্তুষ্টি দ্বারা প্রভাবিত। যদি আপনি ভ্যাকসিনে খুব বেশি আস্থা রয়েছে এমন দেশগুলোকে দেখেন, যেমন বাংলাদেশ ও রুয়ান্ডা, এগুলো এমন এলাকায় অবস্থিত যেখানে সংক্রামক রোগ সর্বোচ্চ- তারা দেখেছে টিকা না নিলে কী হয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টিকার কারণে প্রতি বছর বিশ্বে ২০ থেকে ৩০ লাখ শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব হচ্ছে। যেসব দেশে যুদ্ধবিগ্রহ চলেছে বা যেখানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুবই দুর্বল সেখানে টিকা দেওয়ার চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, অ্যাঙ্গোলা ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উন্নত দেশগুলোয়ও এ বিষয়ে অনীহা এসেছে। কারণ এসব রোগ যে কত ভয়াবহ হতে পারে তা তারা ভুলেই গেছে।

সর্বশেষ খবর