শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

---- বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নীলনকশাকারী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তিনি বাংলাদেশ চাননি। বিষয়টি পরিষ্কার হয়ে গেল বঙ্গবন্ধুকে হত্যার পর। জিয়া রাজাকার-আলবদর নেতাদের ক্ষমতায় আনেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ইতিহাস বিকৃতি ও আমাদের দায় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মানিক বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউশন টিমের একজন সদস্য হিসেবে বলতে চাই, আমরা যে এভিডেন্সগুলো পেয়েছি, তাতে বিষয়টি অত্যন্ত পরিষ্কার, বঙ্গবন্ধু হত্যাকান্ডে  খন্দকার মোশতাক ও জিয়ার ভূমিকা ছিল শীর্ষে। বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নূহ-উল-আলম লেনিন, গবেষক ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর