শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক মহলের প্রতি মিয়ানমারকে বাধ্য করতে বিএনপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এ বিবৃতিতে মির্জা ফখরুল বিশ্ব শরণার্থী দিবসে বিশ্বের সব শরণার্থীকে মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে, যা খুবই আতঙ্কজনক। বিএনপির এই নেতা বলেন, তার দল আজ বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ বিশ্বের সব শরণার্থীর সংকট মোকাবিলায় এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। তিনি বিশ্ব শরণার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

দলের এই মুখপাত্র বলেন, বিশ্ব শরণার্থী দিবসটি আমাদের জন্য তাৎপর্যপূর্ণ এ জন্য যে, বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগ যেমন- ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইত্যাদি মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

সর্বশেষ খবর