রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার বিচারে সরকার ‘হস্তক্ষেপ’ করছে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাসহ কোনো ইস্যুতেই সরকার আদালতে হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ধানমন্ডি শাখায় ‘ক্যারিয়ার এক্সপো ২০১৯’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। হাছান মাহমুদ বলেন, সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার মামলা শেষ হতে ১০ বছর লাগত না; বহু আগেই তিনি জেলে থাকতেন।

বিএনপি নেতাদের ‘দেশে গণতন্ত্র নেই’ বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী জিয়াউর রহমানের সামরিক শাসনামলের কর্মকা  অবৈধ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে নিজের জীবনের উদাহরণ টেনে হাছান মাহমুদ বলেন, ‘কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে হলে জীবনকে নিতে হবে সংগ্রাম হিসেবে। হার না মানা যুদ্ধ-সংগ্রামের মধ্য দিয়েই অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিটিভির সাবেক মহাপরিচালক, শিল্পী মোস্তফা মনোয়ারসহ ডিআইইউ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর