সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ওষুধ ২ জুলাইয়ের মধ্যে ধ্বংসের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ সব ওষুধ সংগ্রহ ও ধ্বংস করার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। আগামী ২ জুলাইয়ের মধ্যে এসব ওষুধ সম্পূর্ণভাবে ধ্বংস করে অধিদফতরে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দেশের সব ওষুধ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মহাখালীতে অধিদফতরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নির্বাহী ম্যাজিস্ট্রেট র‌্যাব ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তে বলা হয়, ফার্মেসিতে সংরক্ষিত ওষুধ দ্রুত ফেরত নেওয়ার জন্য প্রস্তুতকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান সংগ্রহ করবে। এসব ওষুধ সংগ্রহপূর্বক আগামী ২ জুলাইয়ের মধ্যে যথা নিয়মে ধ্বংস করবে। ঔষধ প্রশাসনের নির্ধারিত ছকে ধ্বংস করার পর প্রতিবেদন জমা দিতে হবে।

সর্বশেষ খবর