সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সংসদে তালিকা প্রকাশের পর ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দেখতে চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে ‘২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন এহসানুল হক জসীম। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম খান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ বক্তব্য দেন। ড. মোশাররফ হোসেন বলেন, ‘ব্যাংকের যদি নিয়মকানুন, শৃঙ্খলা থাকত, ব্যাংকগুলো যদি দলীয়করণ করা না হতো, ব্যাংকগুলো যদি কৌশল করে দখল করে আওয়ামী লীগের নেতাদের সেখানে বসানো না হতো তাহলে এত ঋণখেলাপি হওয়ার কথা নয়। আপনি ঋণ পরিশোধ করতে না পারেন পরের বছর কী করতে হবে সেগুলো ব্যাংকের আইনে আছে। কেন এগুলো বাস্তবায়ন করা হলো না? যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে ৫১ হাজার কোটি টাকা খেলাপি হওয়ার কথা নয়।’

সর্বশেষ খবর