মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

‘মৃত্যুর পরও হাসপাতালে রেখে বিল ধরানোর অভিযোগ’ শিরোনামে গত ২৩ জুন বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে রাজধানীর মহাখালী এলাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত প্রতিবাদে দাবি করা হয়েছে, লক্ষ্মীপুরের বাসিন্দা কামাল হাসপাতালের খরচ না দিয়ে তার বাবার লাশ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত ২১ জুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী শত শত মানুষ জড়ো করে হাসপাতালে ত্রাস সৃষ্টি করে। তার বাবা আগেই মারা গেছে দাবি করে মিডিয়াকে বিভ্রান্ত করে। এর আগে টাকা না দিয়ে রোগী নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় গত ১৯ জুন তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়। ২১ জুন তার বাবা মারা যান।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবাদেই বলা হয়েছে, তারা টাকার জন্য লাশ আটকে রেখেছিল। রোগী মৃত্যুর দুই দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করায় পরিষ্কার যে, রোগীকে অন্য হাসপাতালে নিতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি।

সর্বশেষ খবর