মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে ব্যবস্থা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নেতারা বলেছেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ এবং ইসলামী বিশ্বের অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে সংগঠনের প্রয়াত নেতাদের স্মরণে সভা ও ঢাকা মহানগরীর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। পীরে তরিকত আল্লামা শাহ্ মুহাম্মদ আহ্সানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ মুহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী, আল্লামা সৈয়্যদ সাইফুদ্দীন আল-হাসানী, আল্লামা আবুল কাশেম নুরী প্রমুখ।

 প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারুফ, হাফেজ জুনায়েদুল হক নকশেবন্দী মুজাদ্দেদী, আল্লামা হারুনুর রশিদ রেজভী, আল্লামা সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা মাওলানা মাসউদ হোসাইন আল-কাদেরী, যুবসেনার সভাপতি ফিরোজ আলম খোকন প্রমুখ।

সর্বশেষ খবর