শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের কুপ্রভাব আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বাংলাদেশ অ্যান্টি-ড্রাগ ফেডারেশন (বিএএফ) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ অ্যান্টি-ড্রাগ ফেডারেশনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, বিএএফের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যে তরুণ প্রজন্ম আগামীতে দেশ ও জাতির হাল ধরবে তারাই আজ মাদকের ভয়াল থাবায় নিজের জীবনকে নষ্ট করছে।

সর্বশেষ খবর