রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

ফেসবুক-ইউটিউবে যা খুশি প্রচার করা যাবে না : মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

আগামী সেপ্টেম্বরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যা খুশি প্রচার করা যাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, সরকার ওয়েবসাইট নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করলেও ফেসবুক-ইউটিউবে সুনির্দিষ্ট তথ্য নিয়ন্ত্রণে সক্ষমতা এত দিনে আসেনি। সমস্যা হচ্ছে, যখন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয় অথবা ভিডিও প্রচার করা হয়, সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে, মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক বা ইউটিউব তাদের দেশের কমিউনিটির স্ট্যান্ডার্ড মেনে কাজ করে।

গতকাল দুপুরে আওয়ামী লীগ প্রচার উপকমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর