সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আয়বহির্ভূত সম্পদ অর্জন

বগুড়ার শ্রমিক নেতা লতিফ মন্ডলের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৯ লাখ ৭৭ হাজার ৮৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার শ্রমিক নেতা ও বগুড়া সদর এরুলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মন্ডলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বগুড়ার সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ১৮ আগস্ট লতিফ ম-ল দুদকে জমা দেওয়া বিবরণীতে ১৭ লাখ ১০ হাজার টাকার স্থাবর সম্পদের কথা উল্লেখ করলেও তার সম্পদ বিবরণী যাচাইকালে ১১ লাখ ৪৭৫ টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়।

সে ক্ষেত্রে লতিফ মন্ডল ৬ লাখ ৯ হাজার ৫২৫ টাকার অতিরিক্ত সম্পদের তথ্য উল্লেখ করেছেন। আয়কর বিবরণী মতে, স্থাবর ও অস্থাবর মিলে ৩২ লাখ ৭৭ হাজার ৫৬৩ টাকার সম্পদ প্রদর্শন করেছেন। কিন্তু যাচাইকালে দুদক কর্মকর্তারা দেখতে পান তার নামে ৩৬ লাখ ৮৭ হাজার ৮৮ টাকা রয়েছে। এর মধ্যে জনতা ব্যাংকের গোদারপাড়া শাখার একটি হিসাবে তিনি ১৯ লাখ ৭৭ হাজার ৮৮ টাকার তথ্য গোপন করেছেন।

অভিযুক্ত শ্রমিক নেতা লতিফ ম-ল জানান, সম্পদের সঠিক হিসাব এর আগে দেওয়া আছে। শত্রুতাবশত তার বিরুদ্ধে মামলা করানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর