সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বেসরকারি প্রাথমিক শিক্ষক

অনশনের ১৫ দিনেও মেলেনি সাড়া

নিজস্ব প্রতিবেদক

চার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণের দাবিতে অনশনে বসেছেন শিক্ষকরা। গত ১৫ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন চললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। অনুমোদন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষক নেতারা। গতকাল বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা যায় ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র ব্যানারে অনশন চলছে। সারা দেশ থেকে আসা দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অনশনে অংশ নিয়েছেন। সমিতির মহাসচিব কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হবে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তাঁর কথা রাখবেন।’ সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ‘শতভাগ প্রাথমিক শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার প্রাথমিক স্তরে আমরা কাজ করি। কিন্তু আমাদের ঘরে খাবার থাকে না। এভাবে চলতে পারে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনুমোদন না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দাবি না মানা হলে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হবে।’ সমিতির সাধারণ সম্পাদক আ স ম জাফর ইকবাল বলেন, ঝড়, বৃষ্টি, রোদের মধ্যে অনেক কষ্টে আমরা দিন পার করছি। এ পর্যন্ত ১০১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষকদেরকে এভাবে অসন্তুষ্ট করে কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব ৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন দেওয়া।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর