সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পলাতক বরখাস্ত মেজর জিয়াকে হাজির করতে বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় পলাতক বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ দুজনকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরেক আসামি হলেন আকরাম হোসেন ওরফে হাসিব। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন ও আগামী ৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গত ১৯ মার্চ একই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ও ১৬ মে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়। গত বছর ১৫ নভেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। দীপন হত্যায় জিয়াউল হক জিয়া মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা বলে অভিযোগপত্রে বলা হয়। ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

চার্জশিটের অন্য আসামিরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর