সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
গ্যাসের মূল্যবৃদ্ধি

লুটপাটের জন্যই দাম বাড়ানো হয়েছে

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুধু লুটপাটের জন্যই ভোক্তা পর্যায়ে বেআইনিভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক পদক্ষেপ। গ্যাসের মূল্যবৃদ্ধির মাশুল গুনতে হয় সাধারণ মানুষকে।’

গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গত ১০ বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৬ বার। দেশের মানুষের রক্ত শোষণের যন্ত্রে পরিণত হয়েছে সরকার। চারদিকে নৈরাজ্য ও হাহাকার ছাড়া এই সরকার আর কিছুই উপহার দিতে পারেনি জনগণকে। বিএনপির পক্ষ থেকে গ্যাসের এই মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের রাঘব বোয়ালদের পকেট ভারী করতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি। গ্যাসের মূল্যবৃদ্ধিতে বেশুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর