মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব শরণার্থী পরিস্থিতি নিয়ে ফিলাডেলফিয়ায় সেমিনার

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, লেখক, মনোবিজ্ঞানী, মানবাধিকারকর্মী, সমাজকর্মী, অভিনেত্রী, মডেল, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে গত শনিবার অনুষ্ঠিত হলো ‘বিশ্ব শরণার্থী দিবস : রোহিঙ্গাসহ বিশ্বের দীর্ঘস্থায়ী শরণার্থীদের সমসাময়িক হুমকিসমূহ’ শীর্ষক সেমিনার। খবর এনআরবি নিউজের। এতে গেস্ট অব অনার ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথির মধ্যে ছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের সচিব নিলা টেইলর, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সিনিয়র পাবলিক ইনফরমেশন অফিসার ডানা সিলেইম্যান, মনোবিজ্ঞানী ড. ওচিমা পিটম্যানা, মানবাধিকার প্রবক্তা জোসেফ হ্যারিস, ফিলাডেলফিয়ার ৬০ নম্বর ওয়ার্ডের কমিটিম্যান গ্রেক থম্পসন। ফ্যাশন ডিজাইনার ভ্যানি তাওসাইন্যান্ট, মিস টিন ইন্টারন্যাশনাল বিউটি ও মিস ভারত সুজান কচ, ডকুমেন্টারি ফিল্ম মেকার উলিসি টাওসাইনটিস, অভিনেত্রী, মডেল ইভি ডমিনিকুই, শিশুতোষ বইয়ের লেখক ও সংগীত প্রযোজক আলবার্ট রিড প্রমুখ।

সাউথ সুদানের সাবেক শরণার্থী বর্তমান মানবাধিকার কর্মী নায়ামাল টুডিয়াল ও বাংলাদেশের আরটিভির সিইও আশিক রহমান।

বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত মাসুদ রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল চ্যালেঞ্জসমূহ বিশেষ করে সংকট সমাধানের মিয়ানমারের অসহযোগিতা ও আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

সর্বশেষ খবর