শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গা তীরের ৮৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলদার আটক

নিজস্ব প্রতিবেদক

বহুতল ভবনসহ বুড়িগঙ্গা তীরের ৮৮ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল নদী উদ্ধার অভিযানের ৩৯তম কার্যদিবসে কামরাঙ্গীরচর হুজুরপাড়া হতে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে এবং বাবুবাজার ব্রিজ থেকে তেলঘাট পর্যন্ত দক্ষিণ প্রান্তে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে জামাল হোসেন চৌধুরী নামে এক দখলদারকে আটক এবং কামরাঙ্গীরচর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানে একটি তিন তলা, তিনটি দোতলা, ১৩টি এক তলা, ২৪টি আধা পাকা, ১৬টি বাউন্ডারি ওয়াল ও ৩১টি টিনের ঘর উচ্ছেদ করে দেড় একর তীরভূমি অবমুক্ত করা হয়। এছাড়া ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল নিলামে বিক্রি করা হয়। এছাড়া কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় অভিযান চলাকালীন জামাল হোসেন চৌধুরী নামে একজন অবৈধ দখলকারীকে হাতে নাতে আটক করে কামরাঙ্গীচর থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তার সহযোগী আবুল হোসেন ও আবদুর রহমান দৌড়ে পালিয়ে যান। তারা নদী ভরাট করে ইট, বালু, সিমেন্টের ব্যবসা করছিলেন।

পরে তাদের তিনজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। আগামী ৯ জুলাই সকাল ৯টা হতে ফের অভিযান শুরু হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর