শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তিতে ‘সোনাই মাধব’

আজ প্রদান করা হবে স্বর্ণপদক

সাংস্কৃতিক প্রতিবেদক

লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তিতে ‘সোনাই মাধব’

আজ ৬ জুলাই নিয়মিত নাট্যচর্চার ২৫ বছর পার করছে নাটকের সংগঠন লোক নাট্যদল। ১৯৮১ সালের এ দিনেই লিয়াকত আলী লাকীর নেতৃত্বে নাট্যপ্রেমী কিছু তরুণের হাত ধরে দেশের সংস্কৃতি অঙ্গনে দলটি যাত্রা শুরু করে। পথচলার সুদীর্ঘ ৩৮ বছরে এ পর্যন্ত দলটি ৩০টি নাটক প্রযোজনা করেছে। ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দলটি। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় পদাবলি যাত্রা ‘ সোনাই মাধব’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’-এর পরিকল্পনা, নির্দেশনা ও সংগীত পরিচালনায় ছিলেন দলের প্রধান লিয়াকত আলী লাকী। মনোমুগ্ধকর এ পদাবলি যাত্রার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লোক নাট্যদলের নিয়মিত অভিনয়শিল্পীরা। দুই দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদান করা হবে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯’। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব প্রয়াত কল্যাণ মিত্র, অধ্যাপক আবদুস সেলিম এবং তারিক আনাম খান। এরপর সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে দলটির নতুন প্রযোজনার নাটক ‘আমরা তিনজন’।

গ্যালারি কায়ার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রদর্শনী : শিল্পাঙ্গনে পথচলার ১৫বছর পার করেছে উত্তরার গ্যালারি কায়া। এ ১৫ বছরে নবীন-প্রবীণ শিল্পীদের মিলনমেলা ঘটিয়ে বেশ কয়েকটি প্রশংসনীয় প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারিটি। আর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপনে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বিশেষ একটি দলীয় প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারিটি। এতে স্থান পেয়েছে ৪৩জন শিল্পীর ৭২টি শিল্পকর্ম। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ২০ জুলাই শেষ হবে ১৬ দিনের এ প্রদর্শনী।

সর্বশেষ খবর