শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব

------------- গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

শেখ হাসিনার সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। তাই বাজেটে শিক্ষাখাতেই বরাদ্দ বেশি রাখা হয়েছে।  শিক্ষাবিহীন একটি জীবন অন্ধকার আকাশের সমান।  তাই প্রাথমিক স্থরের শিক্ষা থেকেই শিক্ষার্থীদের ভিত শক্ত ও মজবুত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। গতকাল সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ধন সম্পদ অর্জনে কোনো গর্ব  নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক।

উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী প্রমুখ।

সর্বশেষ খবর