সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গৃহবধূর মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজধানীর বনশ্রীতে বর্ণালী মজুমদার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। গত ২ জুলাই রাতে রাজধানীর বনশ্রীর ‘এ’ ব্লকের একটি বাসার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বর্ণালীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 বর্ণালীর স্বামী মিথুন দে এটিকে আত্মহত্যা দাবি করলেও পরিবারের দাবি তাকে ‘হত্যা’ করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল।

মানববন্ধনে বর্ণালীর চাচাতো বোন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী পূজা মজুমদার বলেন, ‘আমার বোনের মৃত্যুর সঠিক বিচার চাই।’ কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখা সংহতি জানায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ, শিক্ষক সালমা আহমেদ ও মৃধা মো. শিবলী নোমান, শারীরিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর