সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট বারের জন্য ২০ তলা ভবন দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জন্য ২০ তলা বিশিষ্ট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভবন ঝুঁকিপূর্ণ কিনা তাও পরীক্ষার দাবি জানান তারা। গতকাল দুপুরে সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে মেহেদী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা এখন ১০ হাজার। বসার জায়গা আছে মাত্র দুই হাজার আইনজীবীর। আট হাজার আইনজীবীরই বসার জন্য কোনো ব্যবস্থা নেই। তাই সমিতির জন্য ২০ তলা বিশিষ্ট বহুতল ভবন কমপ্লেক্স নির্মাণ এখন সময়ের দাবি। তিনি বলেন, আমাদের বর্তমান বার ভবনটিও সেই বৃটিশ আমলে করা। তাই এই ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা বিশেষজ্ঞ প্রকৌশলী টিম দ্বারা পরীক্ষা করতে হবে। মানববন্ধনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সর্বশেষ খবর