মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিআরটিএর দুই অফিসে দুদকের হানা

নিজস্ব প্রতিবেদক

ড্রাইভিং লাইসেন্স, গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে অনিয়মের অভিযোগে মাদারীপুর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে অভিযোগ আসে, ওই অফিসে আউটসোর্সিংয়ের কর্মচারীরা নানাভাবে অবৈধ অর্থ আদায়ের জন্য গ্রাহকদের হয়রানি করেন। এরপর গতকাল দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, দুদক টিমের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পরে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হতে বিআরটিএর সহকারী পরিচালককে পরামর্শ দেওয়া হয়। এদিকে অনুরূপ অভিযোগে কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়েছে। দুদক টিম জানতে পারে, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট যে কোনো একটির তথ্য যাচাই না করেই লাইসেন্স দেওয়া হচ্ছে। দুদক টিম সম্প্রতি সরবরাহ করা লাইসেন্সগুলোর তথ্য সংগ্রহ করে। এদিকে দুদকের হটলাইনে আসা অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিতে দুই জেলার সিভিল সার্জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, এক জেলার পুলিশ সুপার এবং নয় উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে দুদক।

সর্বশেষ খবর