বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আজহারের মৃত্যুদ- বহাল চেয়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আজ আজহারের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

 অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, ১৯৭০ সালে রংপুর শহরে আজহারুল ইসলাম ছাত্র সংঘের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এতে ১৯৭১ সালে তার অবস্থান সবার কাছে সুস্পষ্ট হয়ে যায়। এ ছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদ- কার্যকর হওয়া আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই সময় ছাত্র সংঘের  কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মানবতাবিরোধী অপরাধে যেহেতু মুজাহিদের মৃত্যুদ- হয়েছে; তাই আজহারও একই দলের সদস্য হয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন, এটা প্রমাণিত। আজ আজহারের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

সর্বশেষ খবর