বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল এই মামলা করা হয়েছে। মামলায় ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কমিশনের জনসংযোগ কার্যালয় মামলার বিষয়টি নিশ্চিত করেছে। মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জালাল উদ্দিন। মামলার অন্য আসামিরা হলেন- সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোর কিপার এ কে এম ফজলুল হক, হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন, মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির প্রোপাইটর মো. জাহের উদ্দিন সরকার, নিমিউ অ্যান্ড টিসির অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এ এইচ এম আবদুল কুদ্দুস, মো. আব্দুর ছাত্তার সরকার, আহসান হাবিব, আসাদুর রহমান ও কাজী আবু বকর সিদ্দীক।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ- চাহিদা না থাকা সত্ত্বেও সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি কেনার নামে তারা দরপত্র আহ্বান করেন। দরপত্র সংগ্রহ, মূল্যায়ন ও কার্যাদেশ প্রদান করে তিনটি মিথ্যা বিলের বিপরীতে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাৎ করা হয়।

সর্বশেষ খবর