বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করেছে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যদের এ কমিটি গঠন করা হয়েছে। ৪ জুলাই ইস্যু করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একজন চেয়ারম্যান এবং সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন একজন পরিচালক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, সার্চ কমিটি প্রতি ব্যাংকের জন্য তিনজন উপযুক্ত প্রার্থী বাছাইপূর্বক তালিকা  প্রস্তুত করে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। সরকার অনুমোদিত প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণক্রমে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও পদে নিয়োগ করবে। জানা গেছে, বর্তমানে তিনটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভলেপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংকে এমডি নেই।

সর্বশেষ খবর