শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হজের পরামর্শদানে এই প্রথম ওলামা মাশায়েখ টিম

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে বাংলাদেশি হাজীদের হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ৫৫ সদস্যের ওলামা-মাশায়েখ টিম গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। এবারই প্রথম এ ধরনের টিম গঠন করা হয়। এজন্য সবাই মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা-মায়ায়েখদের দলটি রাষ্ট্রীয় খরচে সৌদি আরবে যাবে। ২৩ আগস্ট তারা দেশে ফিরবেন। সূত্র জানায়, প্রতি বছর রাষ্ট্রীয় খরচে ‘ধর্মপ্রাণ মুসলমান’ কোটায় মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন বাহিনীর সদস্য, সাংবাদিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ নানা শ্রেণি পেশার মানুষ হজে যান। গত বছর এই কোটায় প্রায় সাড়ে তিনশ ব্যক্তি হজে গিয়েছিলেন। ইতিমধ্যে এই কোটায় বিভিন্ন শ্রেণি পেশার ১৭৪ জনের তালিকা সংবলিত প্রজ্ঞাপন জারি হয়েছে।

সর্বশেষ খবর