রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নষ্ট বেল্ট নিয়ে সিভিল এভিয়েশনের প্রত্যুত্তর

বাংলাদেশ প্রতিদিনে ৭ জুলাই ‘দুই সপ্তাহ ধরে বেল্ট নষ্ট-লাগেজ-জটে যাত্রীদের ভোগান্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ‘প্রত্যুত্তর’ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা বেল্ট নষ্ট থাকার বিষয়টি স্বীকার করলেও ৩ জুলাই রাত ১টায় লাগেজ নিয়ে যাত্রী কর্তৃক কোনোরকম বিশৃঙ্খলার ঘটনা খুঁজে পাননি বলে জানিয়েছেন। সিভিল এভিয়েশন জানিয়েছে, ৮ জুন ১ নম্বর বেল্টটি নষ্ট হওয়ার পর প্রয়োজনীয় সরঞ্জাম তাদের কাছে না থাকায় সেটি মেরামতে বিলম্ব হয়। বাংলাদেশ প্রতিদিনে যেদিন প্রতিবেদনটি প্রকাশিত হয়, সেদিন নিউজিল্যান্ড থেকে উপকরণটি দেশে আসে। পরদিন ৮ জুলাই তারা বেল্টটি মেরামত করেছেন। কর্তৃপক্ষ আরও বলেছেন, ৩ জুলাই রাত ১টায় থাই এয়ারওয়েজে আসা যাত্রীদের লাগেজ গ্রহণ করার সিসিটিভির ভিডিও ফুটেজে যাত্রী কর্তৃক কোনোরকম বিশৃঙ্খলার ঘটনা তারা খুঁজে পাননি।

প্রতিবেদকের বক্তব্য : ৩ জুলাই রাত ১টায় থাই এয়ারওয়েজে আসা যাত্রীদের লাগেজ বিশৃঙ্খলার সময় এই প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে সচিত্র তথ্যসহ প্রয়োজনীয় রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে।

সর্বশেষ খবর