শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জাবিতে সহস্রাধিক গাছ কাটার সিদ্ধান্ত অপরিবর্তিত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’-এর আওতায় পাঁচটি নতুন আবাসিক হল নির্মাণে কাটা পড়তে যাচ্ছে সহস্রাধিক গাছ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে গাছ কাটার সিদ্ধান্ত। গাছ কাটার কাজ কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর নাগাদ হলগুলোর নির্মাণকাজ শেষ হবে। এ লক্ষ্যে অবিলম্বে গাছ কাটার কাজ শুরু হবে।’ জানা গেছে, ছেলেদের জন্য তিনটি ও মেয়েদের দুটিসহ মোট পাঁচটি হল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত জায়গায় রয়েছে বটগাছ, একাশিয়া, শাল, বিভিন্ন ফলদ বৃক্ষসহ প্রায় ১১৩২টি গাছ। হল নির্মাণে কাটা পড়বে এ গাছগুলো। তবে চূড়ান্ত হয়ে একনেকে পাস হওয়া পরিকল্পনা পরিবর্তন সম্ভব নয় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

সর্বশেষ খবর