মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে রাজধানীতে পৌর কর্মচারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথ ও রাস্তায় অবস্থান নিয়ে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সারা দিন  সারা দেশের বিভিন্ন পেশার পৌর কর্মচারীরা এতে অংশ নেন। ফলে প্রেস ক্লাবের সামনে দিনভর যানজট লেগেই ছিল। কর্মসূচিস্থলের মাইক থেকে নেতারা বার বার বলছিলেন, আমাদের এক দফা, এক দাবি। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে। ফরিদপুর পৌরসভার কর্মচারী সেলিম খান সাংবাদিকদের বলেন, সরকার আমাদের চাকরি দিয়েছেন কিন্তু বেতন দেননি। এটা কী ধরনের নিয়ম? আমরা সরকারি কোষাগার থেকে বেতন চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে থেকে উঠব না।

মৌলভীবাজার পৌরসভার পৌরসচিব মোহাম্মদ ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু পৌরসভার আয় সংকুলান না হওয়ায় আমাদের অনেকেরই বেতন দীর্ঘ কয়েক মাস যাবৎ বকেয়া রয়েছে। যার ফলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আমরা চাই আমাদের বেতন-ভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। ?তিনি বলেন, যত দিন আমাদের এই দাবি পূরণ না হবে আমরা তত দিন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান করব।

 

সর্বশেষ খবর