বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় বনসাই কর্মশালা

কলকাতা প্রতিনিধি

ভারতে পশ্চিমবঙ্গের কলকাতার আনন্দপুরে বনসাই শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি স্বনামধন্য বনসাই শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। গত রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করে বনসাই স্কাল্পচারের কর্ণধার উৎপল পাকিরা এবং তার সংঠনের সদস্যরা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের লিভিং আর্টের কে এম সবুজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেডিয়েন্ট বনসাই সোসাইটির রেহানা পারভীন হাসি, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুদীপ্ত পোড়েল, সেরা খবর সম্পাদক কুসুম কান্তি বিশ্বাস, জ্যোতির্বিদ জাদু গোপাল রায় প্রমুখ।

কর্মশালায় ভারত এবং বাংলাদেশের ৬০ জন বনসাই শিল্পী অংশগ্রহণ করেন। এতে বনসাই শিল্পের অত্যাধুনিক পদ্ধতি এবং বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, বনসাই শুধু শিল্পে সীমাবদ্ধ নেই এখন এর বাণিজ্যিক চর্চায়ও আগ্রহ বাড়ছে। বনসাই শিল্প সম্পর্কিত তথ্য এবং জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের শিল্পীদেরও সেতুবন্ধ রচিত হবে বলে মতপ্রকাশ করেন অতিথিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর