বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডাকসু ভিপির ওপর হামলায় সম্পৃক্ততা পায়নি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

গত রমজানে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ার ইফতার অনুষ্ঠানে যাওয়ার সময় ডাকসু ভিপি নুরুল হকের ওপর হামলার ঘটনায় স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের কোনো সংশ্লিষ্টতা পায়নি ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের করা কমিটি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী গতকাল সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে এসেছে। তদন্তে ওই ঘটনায় ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বগুড়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। এদিকে ভিপি নুরুল হক সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের ওই তদন্ত কমিটি ছিল লোক দেখানো। সরকারের ওপর মহলের নির্দেশে ছাত্রলীগ তার ওপর হামলা চালিয়েছিল বলেও তার দাবি। গত রমজানে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ২৬ মে বগুড়ায় হামলার শিকার হন ডাকসুর ভিপি নুরুল হক। এ ঘটনায় তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেন। ৩০ মে নুরুল হকের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে ছাত্রলীগ।

সর্বশেষ খবর