শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভিভিআইপি ফ্লাইটটি সকাল সাড়ে নটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। ফ্লাইটটি ৩টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল (শনিবার) ইউরোপে নিযুক্ত বাংলাদেশ দূতদের সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সে আলোচনাই প্রাধান্য পাবে। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার বিষয়েও আলোচনা হবে।  এর আগে ঢাকায় দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা যোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দূতরা অংশ নেবেন সেখানে।

বাংলাদেশি ডাক্তারদের পরামর্শে প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসাও করাবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ খবর