শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

লেবানন শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ৮০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-১০ (ইউনিফিল) এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮০ সদস্যের একটি দল গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আইএসপিআর জানায়, নৌসদস্যরা লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘বিজয়’ এ যোগ দেবেন। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে বানৌজা ঈসা খানের অধিনায়ক কমডোর এম নিজামুল হক লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, ৪ জুলাই ২৩০ জন নৌসদস্যের দলটি লেবাননে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর