রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্যাদুর্গতদের সাহায্যের দাবিতে নাগরিক ঐক্যের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বন্যাদুর্গতদের সাহায্যের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, আতিকুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, জিন্নুর চৌধুরী দিপু, জাহেদ-উর-রহমান, ময়মনসিংহ নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, সাবেক আহ্বায়ক শাহিনুল আলম, নাগরিক ছাত্রঐক্যের আহ্বায়ক এম এন সাকিব আনোয়ার, সাবেক আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ। বক্তারা বন্যাদুর্গতদের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। তারা বলেন, গ্যাসের দাম বাড়িয়ে আসলে দেশের স্বল্প কিছু মানুষের স্বার্থ উদ্ধার করার প্রচেষ্টায় লিপ্ত সরকার। মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য সব দলমতের মানুষকে রাজপথের আন্দোলনে নেমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি শেষে নেতা-কর্মীরা মিছিল করে প্রেস ক্লাব থেকে পল্টন এলাকা প্রদক্ষিণ করেন।

সর্বশেষ খবর