সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আর ভারপ্রাপ্ত সচিব নয়, নিয়োগ হবে সরাসরি

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে আর ভারপ্রাপ্ত সচিব করা হবে না। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সরাসরি সচিব করা হবে প্রশাসনের কর্মকর্তাদের। এ নিয়ে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচলিত রেওয়াজ অনুযায়ী সরকার অতিরিক্ত সচিব থেকে কাউকে সচিব পদে পদোন্নতি দিলে প্রথমেই ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়। এই পদে ছয় মাস কাজ করার পর ভারপ্রাপ্ত সচিবকে ভারমুক্ত করে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। যা দীর্ঘদিন ধরে চলে আসছে। সরকারের ১৯৯৬ সালের রুলস অব বিজনেসের ২ এর (ঞ) তে আছে সচিব অর্থে বুঝানো হয়েছে সচিবের (ইনক্লুডিং ভারপ্রাপ্ত সচিব) কথা। সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত সচিবদের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ না দিয়ে সরাসরি সচিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের একটি নির্দেশনা দেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এসএসবি বৈঠকের প্রয়োজন হয়। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গতকাল এসএসবির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাবে না। এদিকে এই উদ্যোগ সম্পর্কে মতামত জানতে চাইলে মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, একজন কর্মকর্তাকে যেদিন থেকে সচিব করা হয় তখন থেকেই তার সিনিয়রিটি গণ্য করা হয়। কিন্তু প্রথমে ভারপ্রাপ্ত সচিব হলে তিনি সিনিয়রিটি পান না। সচিবের বেতনও পান না। এখন ভারপ্রাপ্ত সচিব উঠিয়ে দিলে একজন অতিরিক্ত সচিব যখন সচিব হিসেবে পদোন্নতি পাবেন তখন থেকেই তার সিনিয়রিটি যেমন গণ্য হবে, তেমনি তিনি সচিবের বেতনও পাবেন।

সর্বশেষ খবর