সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিমানকে বড় কোনো চুক্তি না করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বিমানের ক্রয় সংক্রান্ত বিষয়ে কমিটিকে না জানিয়ে কোনো বড় ধরনের চুক্তি না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মিসর থেকে ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি হয়েছিল তা তদন্তের জন্য সুপারিশ করে কমিটি। এছাড়া বিগত ১০ বছরে বিমানের কী কী যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মো. আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর