সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগেই সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একই সঙ্গে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানায় সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, ২০১৭ সালের ১৫ জুন কল্যাণ ট্রাস্ট ও ২০ জুন অবসর সুবিধা বোর্ডের জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ কর্তনের জন্য দুইটি পৃথক গেজেট প্রকাশ করা হয়। এরপরই বিটিএর ব্যানারে সারা দেশে আন্দোলন শুরু হয়। এতে গেজেট স্থগিত করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর ১০ ভাগ কর্তনের জন্য পুনরায় আদেশ জারি করা হয় এবং আন্দোলনের কারণে সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়।

 ফের চলতি বছর ৯ জানুয়ারি অবসর সুবিধা বোর্ড সভায় ৪ ভাগ অতিরিক্ত কর্তনের বিষয়টি জানানো হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএর সাধারণ সম্পাদক মো. কাউছার আলী শেখ, উপদেষ্টাম লীর সদস্য রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, আলী আসগর হাওলাদার, বেগম নুরুন্নাহার প্রমুখ।

সর্বশেষ খবর