বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সারা দেশে নৌযান শ্রমিক ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১১ দফা দাবিতে আন্দোলনরত নৌযান শ্রমিকদের সঙ্গে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি লঞ্চ মালিকদের। তাই আল্টিমেটাম শেষে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব ধরনের নৌযান শ্রমিক কর্মবিরতিতে অবিচল নৌযান শ্রমিক নেতারা। বেতন-ভাতা বৃদ্ধি, নিয়োগপত্র প্রদান, প্রভিডেন্টফান্ড চালু, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, নৌপথের নাব্যতা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে নৌযান শ্রমিকরা। লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের সভাপতি মো. আবুল হাসেম বলেন, মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে মালিক পক্ষের নেওয়া দেড় মাস সময়ের জায়গায় ২ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু নৌযান শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপই নেয়নি নৌযান মালিকরা। তাই বাধ্য হয়েই ১১ দফা দাবি আদায়ে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব ধরনের নৌযান শ্রমিক ধর্মঘট কর্মসূচি অটুট রয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, গতকাল পর্যন্ত শ্রমিকদের দাবির বিষয়ে নৌযান মালিকরা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তাই কর্মসূচি (মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে লাগাতার শ্রমিক কর্মবিরতি) হবে।

লঞ্চ মালিক সমিতির নেতা রিন্টু বলেন, তাদের (নৌ শ্রমিক) অনুরোধ করব তারা যেন নৌযান চলাচল স্বাভাবিক রাখে।

সর্বশেষ খবর