বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালগুলোর প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

গত তিন দিন ধরে চলমান বাংলাদেশে প্রথমবার আয়োজিত ‘রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালগুলোর প্রস্তুতি শীর্ষক জাতীয় প্রশিক্ষণ’ কর্মশালা গতকাল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ হয়েছে। আইএসপিআর জানায়, ২২-২৪ জুলাই অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা যৌথভাবে আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ও বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী হাসপাতালগুলোর দক্ষতা বৃদ্ধির কার্যক্রম সূচনা করাই ছিল এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

 দেশের স্বনামধন্য হাসপাতালগুলোয় চিকিৎসা ব্যবস্থপনার সঙ্গে সম্পৃক্ত বিষেশজ্ঞ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী ওই প্রশিক্ষণে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর