শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে মানুষে সহমর্মিতা রাখুন

------ ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে মানুষে সহমর্মিতা-সহিষ্ণুতা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় অটল থাকতে হবে। তিনি শিল্পীদের উদ্দেশে বলেন, শিল্পীদের অগ্রণী ভূমিকা দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শক্তি জোগাবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ধানমন্ডির পুরাতন ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু শব্দটি আমাদের’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল আলম পপলুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অতিথিদের নিয়ে মঙ্গলদীপ জ্বেলে প্রদর্শনী উদ্বোধন করেন ও চিত্রকর্মগুলো দেখেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো ও তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে জাতির পিতা অমর হয়ে রয়েছেন।

 স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নৃশংসভাবে হত্যা করার ফলে বাঙালি জাতিকে উন্নত করার সব স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সেই স্বপ্ন পূরণের পথে আগুয়ান।’

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বাঙালির গণ-অভ্যুত্থানের প্রাক্কালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পাওয়ার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের  ৫৫ জন শিল্পীর চিত্রকর্মের এ প্রদর্শনী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বুধবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা অবধি উন্মুক্ত রয়েছে।

সর্বশেষ খবর