শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্যার কারণে আওয়ামী লীগের বিদ্রোহীদের শাস্তি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বন্যার কারণে আপাতত পার পেতে যাচ্ছেন উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের পক্ষে কাজ করা এমপি-মন্ত্রীরা। পূর্বঘোষিত বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করছে আওয়ামী লীগ। আগামী সোমবার দলের সম্পাদক মন্ডলীর  বৈঠকে বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১২ জুলাই অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ‘বিদ্রোহী’ ও তাদের মদদদাতাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী ১৩৭ উপজেলা চেয়ারম্যানসহ তিন শতাধিক নেতাকে এ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

 কিন্তু চলমান বন্যার কারণে ওই সিদ্ধান্ত থেকে সরে আসছে আওয়ামী লীগ।

সর্বশেষ খবর