রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধ ও গুজব বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর এ রোগ প্রতিরোধে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভিন্ন এক পরিপত্রে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ দুটি পরিপত্র বিভিন্ন দফতরসহ সারা দেশের শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ, পানি জমে থাকা জায়গা, ফুলের টব এডিস মশার প্রজনন কেন্দ্র। ডেঙ্গু প্রতিরোধকল্পে খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মাঠে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে। ফুলের টব নিয়মিত পরিষ্কারসহ শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে সতর্ক করতে হবে। অন্য পরিপত্রে বলা হয়, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। গুজব ছড়িয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষের ওপর আক্রমণ করা হয়েছে। কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকার গুজব প্রতিরোধে নানা কার্যক্রম গ্রহণ করেছে। অসাধু মহল গুজবের ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বসাধারণকে ব্যবহার করছে। গুজব বন্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করবেন। একই সঙ্গে এমন গুজব যেন কোথাও না ঘটে এজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর